বিশেষ প্রতিনিধি:

ঢাকা চট্টগাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজারেরর চান্দুল এলাকায় সড়ক দূর্ঘটনায় ৩ নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫ জন। সোমবার বিকেল সাড়ে ৫টায় এ দূর্ঘটনা ঘটে।

ময়নামতি হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান জানান, সোমবার বিকাল সাড়ে ৫টায় মিয়াবাজার চান্ডুল এলাকায় ড্রাগন সোয়েটার ফ্যাক্টরি ছুটি হলে শ্রমিকরা সড়কের পাশে গাড়ির জন্য অপেক্ষমান ছিল। এসময় ফেনী থেকে আসা ঢাকাগামী পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)’ র একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের উপর দিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।

এসময় স্থানীয়রা আহতদের হাসপাতালে নেয়ার পথে ৩ নারী পোশাক শ্রমিক নিহত হন। ড্রাগন সোয়েটার ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার সোহরাব হোসেন জানান, নিহতরা হলেন, পোশাক শ্রমিক কাজল (৩১), নাসিমা (৩৫), তানজিনা (৩২)। দূর্ঘটনায় গাড়িতে থাকা ফেনী পিবিআই’র অতিরিক্ত পুলিশ সুপার মো.মনিরুজ্জামান, পুলিশ পরিদর্শক শাহ আলমসহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন।

আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকায় পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ও দূর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।

জানা যায়, পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামানকে বহনকারী গাড়িতে ছিলেন ফেনীর আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডের মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক মো. শাহ আলম ও অন্যান্য কর্মকর্তারা। নুসরাত হত্যা মামলাটির তদারকি করছেন পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।