মোঃ খালেদ খান, পিরোজপুর প্রতিনিধি।

পিরোজপুর জেলার কাউখালী উপজেলায় সোনাকুর-কাউখালী খেয়াঘাটে সড়ক ও জনপথ বিভাগের ফেরি সার্ভিসটি আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধনের মাধ্যমে শুরু হয়েছে। গতকাল শুক্রবার ১৭ জুলাই বিকেলে বিকেলে পিরোজপুর -২ আসনের মাননীয় সাংসদ, সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ফেরী সার্ভিসের উদ্বোধন করেন।
পিরোজপুর নির্বাহী প্রকৌশলী, সড়ক ও জনপদ বিভাগ মাসুদ মাহমুদ সুমনের সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন।
এসময় উপস্থিত ছিলেন সাবেক কাউখালী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব কাজী হারুনুর রশীদ, ভান্ডারিয়া উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল ইসলাম মাহিম, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রফিকুল হক, কাউখালী অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার হাদিয়া, জেলা পরিষদের সদস্য শাহিন শাহাজাদী রেবেকা চৈতী, জাতীয় পার্টি জেপি সাধারন সম্পাদক মোঃ শাহআলম নসু, ১নং সয়না রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান এলিজা সাঈদ, ২নং আমরাজুড়ী ইউপি চেয়ারম্যান মোঃ সামছুদ্দোহা চাঁন, ৪ নং চিড়াপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদ খান খোকন, উপজেলা প্রাথমিক শিক্ষা সমিতির সাধারন সম্পাদক জনাব মোঃ হাবিবুল্লাহ ফকির, কাউখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহমেদ, ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।

ফেরি সার্ভিসটি পুনঃরায় চালু হওয়ায় প্রতিদিন যাতায়াতকারী সহস্রাধিক মানুষ উপকৃত হবে। কাউখালীর সঙ্গে পাশ্ববর্তী উপজেলার ব্যবসায়িক যোগাযোগ আরও সহজ হবে।
শনিবার থেকেই স্বাভাবিকভাবে সব ধরণের যানবাহন চলাচল শুরু হবে ফেরি সার্ভিসের মাধ্যমে।