রাজধানীর কাঁঠালবাগানের হাতিরপুল এলাকার একটি বাসায় হ্যান্ড স্যানিটাইজার থেকে লাগা আগুনে দগ্ধ স্বামী-স্ত্রীর মধ্যে চিকিৎসক রাজীব ভট্টাচার্য মারা গেছেন।

মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী ডাক্তার সামন্ত লাল সেন এই তথ্য জানিয়েছেন।

গত ২২ জুলাই রাতে এক বোতল থেকে অন্য বোতলে হ্যান্ড স্যানিটাইজার ভর্তি করার সময় হঠাৎ আগুন ধরে যায়। এতে স্ত্রী ডাক্তার অনুসূয়া ভট্টাচার্যকে রক্ষা করতে যান রাজীব। পরে দুজনই দগ্ধ হন। সেদিনই ভোর পাঁচটার দিকে তাদের শেখ হাসিনা বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রাজীব মারা যান।

রাজীবের শরীরের ৮৭ শতাংশ পুড়ে গিয়েছিল। তিনি বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি ডাক্তার ছিলেন। তার স্ত্রী ডাক্তার অনুসূয়া ভট্টাচার্যের

২০ শতাংশ পুড়ে গেছে। তিনি শ্যামলীতে একটি বেসরকারি হাসপাতালের চক্ষু বিভাগের চিকিৎসক।