কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এক ঘণ্টা বন্ধ থাকার পর আজ মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টা ৫০ মিনিটে পুনরায় শুরু হয় চলাচল।
এর আগে দুর্ঘটনা এড়াতে আজ মঙ্গলবার সকাল ৯টা ৫০ মিনিটে লঞ্চ-স্পিডবোট চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।
বিআইডাব্লিউটিএ’র কাঁঠালবাড়ী লঞ্চ ঘাট সূত্র জানিয়েছে, সকাল থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল। ঝড়োবাতাস ও বৃষ্টি বেড়ে গেলে উত্তাল হয়ে ওঠে পদ্মা। একপর্যায়ে দুর্ঘটনা এড়াতে সকাল ৯টা ৫০ মিনিটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করে দেওয়া হয়।
কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, বৈরী আবহাওয়ার কারণে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়। পরে আবহাওয়ার দুর্যোগপূর্ণ অবস্থা কেটে গেলে সকাল ১০টা ৫০ মিনিটে স্বাভাবিক হয় চলাচল।
এদিকে, ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে দক্ষিণাঞ্চলের মানুষ। হঠাৎ লঞ্চ ও স্পিডবোট বন্ধ হওয়ায় বিপাকে পড়ে তারা। এ সময় যাত্রীদের একটি অংশ ফেরিমুখী হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে নৌরুটে ৮৭টি লঞ্চ চলতে শুরু করে। একইসঙ্গে স্বাভাবিক হয়েছে স্পিডবোট চলাচলও।