লাইকির জনপ্রিয় মুখ ‘অপু ভাই’কে আদালতে নেয়া হবে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই আজিজুল ইসলাম।
তিনি জানান, গ্রেপ্তার অপুর বাবার নাম শহীদ ইসলাম। তার গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী। দক্ষিণখান এলাকার একটি বাসায় থাকতো অপু। মঙ্গলবার সহযোগীসহ অপুকে আদালতে পাঠানো হবে। এর আগে সোমবার (৩ জুলাই) সন্ধ্যায় রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইয়াছিন আরাফাত অপু মোবাইল ভিত্তিক অ্যাপ ‘লাইকি’তে নিজের নানা ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে থাকে। তার নিজস্ব একটি অনুসারী রয়েছে। রবিবার উত্তরা পূর্ব থানাধীন ৬ নম্বর সেক্টরের আলাউল এভিনিউ এলাকায় সড়কে এক ব্যক্তিকে মারধর করেন অপু- এমনটাই অভিযোগ।
এ ঘটনায় ভুক্তভোগী থানায় মামলা করেন। ওই মামলায় সোমবার সন্ধ্যায় আলাউল এভিনিউ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অপুকে গ্রেপ্তার খবর ছড়িয়ে পড়ার পর সোশ্যাল মিডিয়ায় বিস্ময় তৈরি হয়েছে।
অপু ভাই সোশ্যাল মিডিয়া লাইকিতে বেশ জনপ্রিয়। সেখানে তাকে অনুসরণ করে প্রায় ১০ লাখ অনুসারী।