ইংলিশ জায়ান্ট চেলসিকে ফিরতি পর্বে ঘরের মাঠে ৪-১ গোলে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। শেষ আটে ট্রেবল প্রত্যাশী বায়ার্নের প্রতিপক্ষ বার্সেলোনা। ম্যাচে দুই গোল করেছেন পোলিশ তারকা রবার্ট লিওয়ানদোস্কি। ফেব্রুয়ারিতে স্ট্যামফোর্ড ব্রীজে প্রথম লেগে ৩-০ গোলে জয়ের পর দুই লেগ মিলিয়ে ৭-১ ব্যবধানে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছে বেভারিয়ান্সরা।

চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরের সর্বোচ্চ গোলদাতা লিওয়ানদোস্কি চলতি মৌসুমে ১২ ও ১৩তম গোল করেছেন। শনিবার আলিয়াঁজ এরিনাতে বায়ার্নের চারটি গোলেই তার অবদান ছিল। বায়ার্ন ডিফেন্ডার ডেভিড আলাবা বলেছেন, ‘প্রতীক্ষাটা ছিল দীর্ঘ। বার্সেলোনা খুবই ভাল দল, যাদের রয়েছে বেশ কয়েজন সেরা খেলোয়াড়। কিন্তু গত কয়েক সপ্তাহের দিকে তাকালে দেখা যাবে আমরা পর্তুগালে অনেক বেশী আত্মবিশ্বাস নিয়ে যাচ্ছি।’

ম্যাচের ১০ম মিনিটে স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন লিওয়ানদোস্কি। ২৪ মিনিটে উইঙ্গার ইভান পেরিসিচ ব্যবধান দ্বিগুন করেন। ইংলিশ স্ট্রাইকার টামি আব্রাহাম বিরতির আগে চেলসির হয়ে এক গোল পরিশোধ করেন। ম্যাচ শেষের ১৪ মিনিট আগে লিওয়ানদোস্কির পাস থেকে বদলি মিডফিল্ডার কোরিনটিন টোলিসো গোল করলে ম্যাচের ভাগ্য নিশ্চিত হয়ে যায়।
বায়ার্ন কোচ হান্সি ফ্লিক বলেছেন, ‘৯০ মিনিট আমরা যেভাবে খেলেছি তাতে আমি দারুন খুশী। মূলত প্রথম ৩০ মিনিটেই আমরা চেলসির মুখ বন্ধ করে দিয়েছিলাম।’