অবৈধ সম্পদ অর্জনের মামলায় টেকনাফের সাবেক ওসি ও মেজর (অব.) সিনহা হতয়া মামলার প্রধান আসামী প্রদীপ কুমার দাশকে গ্রেফতার দেখানোর আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই মামলায় প্রদীপের স্ত্রী চুমকির বিদেশে যাওয়া ঠেকাতে দেশের সব ইমিগ্রেশনকে চিঠি দিয়েছে দুদক।
এর আগে, প্রদীপকে গ্রেফতার দেখাতে চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুল আলমের আদালতে আবেদন করেন দুদকের আইনজীবী। শুনানি শেষে আগামী ১৫ সেপ্টেম্বর তাকে আদালতে হাজিরের নির্দেশ দেন বিচারক। ৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ১৩ লাখ টাকা সম্পদের তথ্য গোপনের অভিযোগে, গত ২৩ আগস্ট মামলাটি করে দুর্নীতি দমন কমিশন।