সিঙ্গাপুরে আবার বাণিজ্যিক ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। করোনাভাইরাসের কারণে ৬ মাসেরও বেশি বন্ধ থাকার পর অবশেষে চালু হচ্ছে বিমানের সিঙ্গাপুর ফ্লাইট।
বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় গত ২১ মার্চ রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্স এই রুটে ফ্লাইট চলাচল বন্ধ করে দেয়।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোকাব্বির হোসেন জানান, বিমান আগামী ১ অক্টোবর ঢাকা-সিঙ্গাপুর রুটে সিডিউল ফ্লাইট পরিচালনা শুরু করবে।
এজন্য সম্মানিত যাত্রী সাধারণকে বিমানের মোবাইল অ্যাপস, ওয়েব সাইট http://www.biman-airlines.com, ট্রাভেল এজেন্ট কিংবা বিমানের সেলস কাউন্টার থেকে টিকেট কেনার অনুরোধ জানানো হয়েছে।
এর আগে দুই মাসের বেশি লকডাউনের পর গত ১ জুন থেকে অভ্যন্তরীণ রুটসমূহে যাত্রী পরিবহন শুরু করে বিমান।