সৌদি আরবে কর্মরত রিটার্ন টিকিটধারী ৫০০ প্রবাসীকে সে দেশে ফিরে যাওয়ার টিকিট দিচ্ছে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স।
আজ রবিবার সকাল ৯টার দিকে তাদের টিকিট দেওয়া শুরু হয়।
আজ এক হাজার ৪০১ থেকে এক হাজার ৯০০ পর্যন্ত টোকেনধারীকে ডাকা হয়েছে। তারা আজ টিকিট পাবেন।
রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সৌদি এয়ারলাইন্স কার্যালয়ের সামনে আজও টিকিট প্রত্যাশীদের ভিড় দেখা গেছে। এছাড়া বিপুল পরিমাণ টিকিট প্রত্যাশী টোকেনের জন্য অপেক্ষা করছেন।
আগামী ৪ অক্টোবর বাতিল হওয়া ফ্লাইটের তারিখ অনুযায়ী টোকেন বিতরণ করা হবে বলে জানা গেছে।