চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্সের ১০৯টি ফ্লাইটে সৌদি আরব পৌছেছেন ৩৯ হাজার ৯৫৩ জন হজযাত্রী।
এদিকে হজ করতে এসে মক্কায় আরও ২ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর ৩ বাংলাদেশি মারা গেলেন। সবশেষ মারা যাওয়া ব্যক্তিরা হলেন, কুমিল্লার মুরাদনগর উপজেলার আবুল হাশেম (৬১), তাঁর পাসপোর্ট নম্বর BQ0104414 এবং বগুড়ার সোনাতলা উপজেলার সালজার রহমান (৬১)। তাঁর পাসপোর্ট নম্বর BX0265796। তারা মক্কায় মারা গেছেন বলে জানিয়েছে বাংলাদেশ হজ অফিস মক্কা।চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৯৮টি এজেন্সির মাধ্যমে ১ লাখ ২৭ হাজার বাংলাদেশির হজ্ব পালনের কথা রয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে এ বছর ১০ আগস্ট হজ্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।