সদ্যপ্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদকে রাজধানী ঢাকার বনানী সামরিক কবরস্থানেই দাফন করা হবে বলে জানিয়েছেন তার ছোট ভাই ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের।
তিনি বলেন, “উনাকে (এরশাদকে) রাষ্ট্রীয় মর্যাদায় বনানীর সামরিক কবরস্থানেই দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”মঙ্গলবার এরশাদের মরদেহ হেলিকপ্টারযোগে রংপুরে নেওয়ার প্রাক্কালে ঢাকায় সাংবাদিকদের এ কথা বলেন জিএম কাদের।
জিএম কাদের বলেন, “এটি সামরিক কবরস্থান হলেও ক্যান্টনমেন্টের ভেতরে নয়। এখানে যাওয়া-আসায় কোনও বাধা নেই। এখানে আমার নিজের বোনের কবর আছে। ভাগিনার কবর আছে। রাত-দিন যেকোনও সময় এখানে যাওয়া যায়। পাশে মসজিদ আছে। সুন্দর জায়গা আছে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে থাকায় জায়গাটা অত্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্ন এবং এখানে সবকিছু সুশৃঙ্খলভাবে করা হয়।”
উল্লেখ্য, রবিবার সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান বর্তমান সংসদের বিরোধীদলীয় নেতা হুসেইন মুহাম্মদ এরশাদ।