মাহফুজ মিশু, নোয়াখালী

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো মহানবী হজরত মোহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কটুক্তি ও ব্যঙ্গচিএ প্রদর্শনের প্রতিবাদে নোয়াখালী সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের রামহরিতালুক গ্রামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।।

শনিবার বাদ আছর যুব সমাজ, ব্যাবসায়ী, রাজনীতিবিদ ও বিভিন্ন শ্রেণির লোকজন বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন। বিক্ষোভ শেষে বক্তব্য রাখেন সভার সভাপতি বিশিষ্ট ব্যাবসায়ী আবুল বাসার, রামহরিতালুক জামে মসজিদের সেক্রেটারি আবুল বাসার মুহুরী, রাজনীতিবিদ ইকবাল হোসেন মাসুদ,শামীম হোসেন হ্রদয়,ইমরান হোসেন সাইমুন,মাকছুদুল কাদের সোহান,ডা: জনি, বাবু, রাজু,মিঠু, শাওনসহ অন্যন্য ব্যাক্তিবর্গ।। বক্তারা ফ্রান্সের প্রেসিডেন্টের উপযুক্ত বিচার দাবি করেন এবং ভবিষ্যৎতে এই ধরনের কর্মকাণ্ডের জন্য কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন।।

মিছিল শেষে ইমানুয়েল ম্যাক্রোর কুশপুত্তলিকা দাহ করা হয়।
উল্লেখ্য বিক্ষোভ মিছিলটি রামহরিতালুক জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু করে খলিফার হাট প্রদক্ষিত হয়ে রামহরিতালুক বাজারে এসে সমাপ্তি হয়।।