প্রায় আট মাস খেলা ছাড়া কাটাতে হয়েছে জাহানারা আলমকে। করোনা মহামারির আগে নারী বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটাই ছিল শেষ। দীর্ঘ বিরতি শেষে নেমেছেন নারী আইপিএল খ্যাত উইমেন্স টি-টোয়েন্টি লিগে খেলতে।

গতবারের দল ভেলোসিটির হয়েই খেলছেন এবার। দীর্ঘদিন পর যে খেলতে নেমেছেন সেটা বুঝতেই দেননি এই টাইগ্রিস পেসার। সুপারনোভার বিপক্ষে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ভেলোসিটি।

প্রথম ম্যাচেই আলো কাড়লেন বাংলাদেশি পেসার জাহানারা আলম। গুরুত্বপূর্ণ দুই উইকেট নিয়ে ভেলোসিটির জয়ে রাখলেন বড় ভূমিকা। তার বোলিং স্পেল ৪-০-২৭-২।

বুধবার সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে তিন দলের উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ, যা মেয়েদের আইপিএল নামে পরিচিত। সুপারনোভাস, ট্রেলব্লেজার্স ও ভেলোসিটি- এই তিন দলকে নিয়ে আয়োজিত ভারতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক আসরে খেলছেন বাংলাদেশের দুই তারকা। ভেলোসিটিতে জাহানারা আলম ও ট্রেলব্লেজার্সে খেলছেন সালমা খাতুন।

শারজাহয় এদিন উদ্বোধনী ম্যাচে ভেলোসিটির প্রতিপক্ষ ছিল সুপারনোভাস। যাদের বিপক্ষে ৫ উইকেটে জয় পেয়েছে জাহানারাদের দল ভেলোসিটি।

টস জিতে ফিল্ডিং বেছে নেওয়া ভেলোসিটি দারুণ বোলিংয়ে কম রানেই বেঁধে রাখে সুপারনোভাসকে। ৮ উইকেটে ১২৬ রান করতে পারে দলটি। জবাবে ১ বল ও ৫ উইকেট হাতে রেখে জয় ছিনিয়ে নেয় ভেলোসিটি।

এক প্রান্তে শিখা পান্ডে ও অন্য প্রান্তে জাহানারাকে দিয়ে বোলিং শুরু করেন ভেলোসিটি অধিনায়ক মিতালি রাজ। শিখা প্রথম ওভারে ২ রান দেন। জাহানারা খরচ করেন ৬ রান। জাহানারার ওই ওভারে ছিল তিনটি ডট বল, দুটি সিঙ্গেল ও একটি বাউন্ডারি।

এরপর অধিনায়ক মিতালি রাজ ফের জাহানারাকে বোলিংয়ে আনেন ১০ম ওভারে। এবার খরচ করেন ৭ রান। মিতালি এদিন জাহানারাকে ৪ ওভার করিয়েছেন মোট চার স্পেলে। ১৪তম ওভারে বোলিংয়ে এসে জাহানারা প্রথম বলেই তুলে নেন চামারি আতপাত্তুকে।

সুপারনোভাসের হয়ে সর্বোচ্চ ৪৪ রানের ইনিংস খেলেছেন আতাপাত্তুই। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান করা হারমানপ্রিত কাউরকেও ফেরান জাহানারা। সেটা নিজের চতুর্থ ওভারে।

বৃহস্পতিবারের ম্যাচটি হতে যাচ্ছে বাংলাদেশের দর্শকদের জন্য আকর্ষণীয়। এদিন মুখোমুখি হবে জাহানারার ভেলোসিটি ও সালমার ট্রেলব্লেজার্স। শারজাহয় বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি।