নেপালের বিপক্ষে ২-০ গোলের দারুণ জয় দিয়ে ৮ মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফিরেছে বাংলাদেশ। গত শুক্রবার অনুষ্ঠিত ওই ম্যাচে বাংলাদেশের সামনে পাত্তাই পায়নি অতিথিরা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আগামীকাল মঙ্গলবার বিকাল ৫টায় দ্বিতীয় প্রীতি ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। শেষ ম্যাচে ড্র করলেই সিরিজ নিশ্চিত হবে জামাল ভূঁইয়াদের। তবে বাংলাদেশ অধিনায়ক চান, এই ম্যাচেও জিততে।

আজ সোমবার অনুমীলন শেষে সাংবাদিকদের জামাল ভূঁইয়া প্রথম ম্যাচ নিয়ে বলেন, ‘আগের ম্যাচে প্রথমার্ধ ভালো ছিল। দ্বিতীয়ার্ধে আমি ১০/১৫ মিনিট খেলছি। প্রথমার্ধে ভালো খেললেও দ্বিতীয়ার্ধে কষ্ট করতে হয়েছে। আমাদের শুধু প্রথমার্ধে ভালো খেললে চলবে না, দুই অর্ধেই ভালো খেলতে হবে। আগামীকাল সেটাই আমাদের লক্ষ্য। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দল কেমন খেলেছে। সে হিসেবে প্রথম ম্যাচের পারফরম্যান্সে আমি খুশি।’

কালকের ম্যাচটিকে ফাইনাল হিসেবে নিচ্ছেন জামাল। তিনি মজা করে বলেন, ‘ম্যাচটি ফাইনালের মতো। জিতলে বাংলাদেশের ফুটবলের জন্য খুবই ভালো। হারলে সবাই পকপক করবে। সুতরাং আমাদের জিততেই হবে।’ আগের ম্যাচের ভুল নিয়ে তিনি বলেন, ‘মিস পাস তো হতেই পারে। আট মাস পর ফুটবল খেলেছি। আমরা জিতেছি। একটু খুশি থাকেন। হারলে না হয় সমালোচনা করবেন। ফলাফলটাই আসল।’

সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ কোচ জেমি ডে। তার অনুপস্থিতি দলে প্রভাব ফেলবে কিনা- এমন প্রশ্নের জবাবে জামাল বলেন, ‘জেমি থাকুক আর না থাকুক, আমাদের মনোযোগ একই থাকবে। জেমি বা স্টুয়ার্ট ওয়াটকিস যে-ই থাকুক, আমাদের খেলার নির্দেশনা ও ট্যাকটিক্যাল ব্যাপারগুলো একই। জেমি না থাকলে সেটা বড় সমস্যা হবে না। জেমি এরই মধ্যে আরও কঠিন প্রতিপক্ষের বিপক্ষে খেলার আবেদন করেছে। আমাদেরও কঠিন প্রতিপক্ষের বিপক্ষে খেলা প্রয়োজন।’