কুমিল্লা জেলা প্রতিনিধি

মাদককে না বলুন ক্রীড়া কে হা বলুন স্লোগানে একদল যুবকের আয়োজনে গতকাল শুক্রবার রাতে মনোররম পরিবেশে শতশত দর্শকের উপস্থিতিতে কুমিল্লা নগরীর উত্তর কালিয়াজুরী পাক্কার মাথায় বিশিষ্ট ব্যাবসায়ী ও রাজনীতি বিদ মোঃএনামুল হক ভুইয়ার সভাপতিত্বে ক্রিকেটার আয়তুল্লা, সাগর ও রুবেলের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক
এনামুল হক হিরা,এতে বিশেষ অতিথি ছিলেন রেজাউল করিম খোকন সর্দার,শাহআলম মেম্বার,মতিনমেম্বার,সাংবাদিক তরিকুল ইসলাম তরুন,কামাল উদ্দিন সর্দার,মিসেস সুলতানা এ্যানি,ইমাম হোসেন ফারুক, সমাজ সেবক মাসুম বিল্লা,শাহজাহান,নুরে আলম,আমান উল্লা,আনিছুর রহমান,দিপ্তী,ইউসুফ মিয়া,মনির হোসেন,সহ এলাকার গন্যমান্যব্যাক্তিবর্গ।অনুষ্ঠানে
উক্ত খেলায় ৬ টি দল অংশ গ্রহন করে।ফাইনালে ট্রফিফাইটার বনাম টাইটান্স অংশ গ্রহন করে। এতে টসে জিতে ট্রফি ফাইটার ফিল্ডিংর সিদ্ধান্ত নেয়।টাইটান্স আগে ব্যাট করে ১০২ রানের টার্গেট দেয় ১২ অভারে।তাদের পক্ষে সর্বোচ্চ ৬৫ রান করেন দলীয় অধিনায়ক ইমরান হোসেন পাপ্পু,অপর দিকে ট্রফিফাইটার ১০২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১১ অভার ২ বলে তাদের লক্ষে পৌছে যায়।ট্রফিফাইটারের পক্ষে সর্বচ্চ ৪২ রান করেন অধিনায়ক মাইনুল ইসলাম ভুঁইয়া রিয়ান,উল্লেখ্য ম্যানঅফদ্যা ম্যাচ নির্বাচিত হয় মাইনুল ইসলাম ভুইয়া।ম্যানঅফ দ্যা সিরিজ নির্বাচিত হয় পাপ্পু।
সবশেষে প্রতিযোগীদের মাঝে পুরুস্কার তুলে দেন অতিথি বৃন্দ।