ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

না ফেরার দেশে চলে গেলেন কুমিল্লা জেলার দুই তরুণ নেতা ‘হেল্প ফর হিউম্যান’ কুমিল্লা জেলা প্রেসিডেন্ট ‘শরিফুল ইসলাম সোহাগ’

নিহত শরিফুল ইসলাম সোহাগ

ও কুমিল্লা মহানগর প্রেসিডেন্ট ‘মো: নাজমুল হক’। ২ আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও এক আরোহী।

ছবিতে নিহত মোঃ নাজমুল হক

শুক্রবার ২৭ নভেম্বর-২০ দুপুর ১৪.৩০ ঘটিকায় কুমিল্লা ক্যান্টনমেন্ট সংলগ্ন কালাকচুয়া বাজার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাইক ও ট্রাকের সংঘর্ষে দুইজন ঘটনাস্থলে নিহত হন একজনের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।

নিহতরা হলেন- কুমিল্লার আদর্শ সদর উপজেলার কাচিয়াতলি গ্রামের নাজিম উদ্দিনের ছেলে মো. নাজমুল হক সজল (২৮) ও বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের ফরিজপুর গ্রামের আমির হোসেনের ছেলে শরিফুল ইসলাম সোহাগ (২৭)। বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে ক্রসিং থানা পুলিশের ওসি সাফায়েত হোসেন।

ছবিতে ট্রাক এবং মোটরসাইকেল সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে।

হাইওয়ে পুলিশ জানায়, একটি মোটরসাইকেলযোগে তিন যুবক কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে চান্দিনার একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন। তারা বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের কালাকচুয়া কাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয় এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়নামতি মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সজল ও সোহাগকে মৃত ঘোষণা করেন। নিহত দুজন হেল্প ফর হিউম্যান কুমিল্লা জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানা পুলিশের ওসি সাফায়েত হোসেন জানান, কাভার্ডভ্যানটিকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

কুমিল্লা জেলা সহ রাজনৈতিক অঙ্গনে নেমে আসে শোকের ছায়া।

হেল্প ফর হিউম্যান সংগঠনটির শোক বার্তা

মহানগর প্রেসিডেন্টের জানাজা: আজ ৮.৩০ ঘটিকায়, কাছিয়াতলি তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।

কুমিল্লা জেলা প্রেসিডেন্টের জানাজা আজ রাত ৯ ঘটিকায় তাহার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।

সর্বস্তরের কাছে উজ্জ্বল নক্ষত্র ছিলেন তারা। সকলের কাছে বন্ধুমহল দোয়া চেয়েছেন। আল্লাহ যেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন আমিন।