শিপন আহমেদ ( বিশেষ প্রতিনিধি,কাতার)

কাতার ফিরতে লাগবে না রি-এন্ট্রি পারমিট পেপার ।

করোনার কারনে দেশে গিয়ে আটকে পড়েছে অনেক কাতার প্রবাসী। ফিরতে লাগছে রি-এন্ট্রি কাগজ যা পেতে হয়রানি হচ্ছে অনেক প্রবাসী ভাই বোনেরা।

তবে কাতার থেকে যারা ২৯ নভেম্বর এর পর দেশে যাবে ছুটিতে তারা চাইলে যে কোন সময় কাতার ফিরতে পারবে রি-এন্ট্রি কাগজ ছাড়াই। শুধু কাতার আইডি থাকলেই স্বাভাবিক ভাবে ফিরতে পারবে তবে এক সপ্তাহ হোটেলে থাকতে হবে ফিরার পর যা সকলের জন্যই অত্যাবশ্যক।

এতে করে স্বাভাবিক হতে যাচ্ছে কাতারে বসবাস কারী জনগনের চলাচল ব্যবস্থা ।