কালের কণ্ঠ ও পিএসটিসির যৌথ উদ্যোগে ‘নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ : বিনিয়োগ ও অংশগ্রহণ’ শীর্ষক ওয়েবিনারের আয়োজন করা হয়েছে।
ওয়েবিনারটি আজ রবিবার (৬ ডিসেম্বর) সকাল ১১টায় কালের কণ্ঠ অনলাইন ও ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হবে।
এতে প্রধান অতিথি হিসেবে যুক্ত থাকবেন মহিলা ও শিশু বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি। সভাপতিত্ব করবেন পিএসটিসির নির্বাহী পরিচালক ড. নূর মোহাম্মদ। স্বাগত বক্তব্য দেবেন কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন।
আলোচনায় অংশ নেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মো. শাইখ ইমতিয়াজ, ভিএডাব্লিউয়ের মাল্টিসেক্টরাল প্রগ্রামের প্রকল্প পরিচালক ড. আবুল হোসেন, প্ল্যান ইন্টারন্যাশনালের গার্লস রাইটস পরিচালক কাশফিয়া ফিরোজ, মিডিয়া ব্যক্তিত্ব ত্রপা মজুমদার, জেন্ডার জাস্টিস অ্যান্ড সোশ্যাল ইনক্লুশনের প্রধান মাহমুদা সুলতানা, ইউএনডিপির কমিউনিটি কোহেশন প্রজেক্টের প্রকল্প ব্যবস্থাপক মাহতাবুল হাকিম ও পিএসটিসির ইউবিআর-২-এর প্রগ্রাম ম্যানেজার কানিজ গোফরানী কোরায়শী।
এই আয়োজনে সহযোগিতা দিচ্ছে নেদারল্যান্ডস রাজকীয় দূতাবাস ও ইউবিআর।