দিনাজপুরে ডাকাতির প্রস্তুতিকালে বিভিন্ন ধরনের ধারাল দেশীয় অস্ত্রসহ পাঁচ ডাকাতকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। বুধবার দিবাগত রাত ২টায় দিনাজপুর-দশমাইল সড়ক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ আজ বৃহস্পতিবার বেলা দুপুরে (৬ এপ্রিল) তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।
আটকরা হলেন, রুবেল হোসেন, জাহিদুল, আনারুল ইসলাম, সিয়াম ইসলাম, ও সজল ইসলাম। সকলের বাড়ি কোতয়ালী থানা এলাকায় এবং প্রত্যেকের বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজী ও ডাকাতির একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ বলেন, ডাকাতির প্রস্তুতির গোপন সংবাদের ভিত্তিতে সদরের কর্নাই কাটাপাড়া নামক স্থানে পুলিশ পৌঁছালে ডাকাতদল পালাবার চেষ্টা করে।
এ সময় পুলিশ ধাওয়া দিয়ে পাঁচ জনকে আটক করতে সক্ষম হয়। পরে তাদের কাছ থেকে চাইনিজ কুড়াল, ধারাল ছুরি, হাসুয়া ও রশি উদ্ধার করে পুলিশ।