চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয় পায়নি চেলসি। নিয়মিত একাদশের অনেককে ছাড়া খেলতে নেমে ক্রাসনোদার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ইংলিশ ক্লাবটি।

স্ট্যামফোর্ড ব্রিজে ‘ই’ গ্রুপের ম্যাচে ঘরের মাঠে শুরু থেকে বল দখলে এগিয়ে থাকলেও চেলসির আক্রমণে তেমন ধার ছিল না। ২৪তম মিনিটে ক্রাসনোদারকে এগিয়ে নেন ফরাসি মিডফিল্ডার কাবেলা। চার মিনিট পরই অবশ্য পেনাল্টিতে দলকে সমতায় ফেরান জর্জিনিয়ো। প্রতিপক্ষের ডি-বক্সে ট্যামি আব্রাহাম ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

ম্যাচের ৩০তম মিনিটে দলকে এগিয়ে নেওয়ার ভালো একটি সুযোগ হারান আব্রাহাম। কাই হার্ভাটজের থ্রু বল ধরে শট লক্ষ্যে রাখতে পারেননি এই ইংলিশ ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধের শেষ দিকে টিমো ভেরনার, অলিভার জিরুদকে বদলি হিসেবে নামায় চেলসি। তবে একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পায়নি তারা। 

ড্র করলেও ৬ ম্যাচে ১৪ পয়েন্টে নিয়ে গ্রুপের শীর্ষ দল হিসেবেই নকআউট পর্বে উঠেছে চেলসি। দুইয়ে থাকা সেভিয়ার পয়েন্ট ১৩। ক্রাসনোদারের ৫ ও রেনের ১ পয়েন্ট।