যশোরের অভয়নগরে মহান বিজয় দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্য ঘোড়দৌড় (ঘোড়ার দৌড়) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পোতপাড়া গ্রামে ফকির রাস্তা নামক মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

পোতপাড়া গ্রামবাসীর আয়োজনে উপজেলার বিভিন্ন গ্রামের ১৭টি ঘোড়া প্রতিযোগিতায় অংশ নেয়। মাঠের নির্ধারিত স্থানে তিনবার প্রদক্ষিণ শেষে প্রথম স্থান অধিকার করে উপজেলার লেবুগাতী গ্রামের অপু বিশ্বাসের ঘোড়া, দ্বিতীয় পুড়াখালী গ্রামের পাখি মোল্যার ঘোড়া, তৃতীয় স্থান অধিকার করে আমডাঙ্গা গ্রামের রিপনের ঘোড়া।

সন্ধ্যায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন স্থানীয় ভাটপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক এস এম আকিকুল ইসলাম, বাঘুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আকরামুজ্জামান কুদ্দুস, নওয়াপাড়া প্রেস ক্লাবের সদস্য শিক্ষক আমিনুর রহমান, ভাটপাড়া বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক মল্লিক গোলাম মোস্তফা প্রমুখ। পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সমাজসেবক মুনসুর মোল্যা।