বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের বিভিন্ন ক্যাটাগরিতে সেরা খেলোয়াড়দের জন্য প্রাইজমানি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবারের ফাইনাল শেষে সেরাদেরকে এই পুরস্কার দেওয়া হবে।
বিসিবির অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য অনুযায়ী খেলোয়াড়দের প্রাইজমানি নিম্নরূপ:
১. চ্যাম্পিয়ন দলের প্রত্যেক সদস্য ১ লাখ ৫০ হাজার টাকা।
২. রানার্স আপ দলের প্রত্যেক সদস্য ৭৫ হাজার টাকা।
৩. টুর্নামেন্টসেরা ৩ লাখ টাকা।
৪. ফাইনালে ম্যাচসেরা ১ লাখ টাকা
৫. টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান ২ লাখ টাকা।
৬. টুর্নামেন্টের সেরা বোলার ২ লাখ টাকা।
এছাড়া বিশেষ পারফর্মেন্সের জন্য চার জন খেলোয়াড়কে ১ লাখ টাকা করে পুরস্কার দেওয়া হবে।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনাল ম্যাচ। ফাইনালে গাজী গ্রুপ চট্টগ্রামের মুখোমুখি হবে জেমকন খুলনা।