মোঃ জহিরুল হক বাবু।।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার কাঠেরপুল এলাকায় সততা পরিবহনের যাত্রীবাহী বাস চাপায় ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত দশ যাত্রী আহত হয়েছে। মঙ্গলবার বেলা ২ টায় এ ঘটনা ঘটে। নিহত কামাল হোসেন মজুমদার (৩৫) ব্যাংক এশিয়াতে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রæত গতিতে ঢাকামূখী সততা পরিবহনের কুমিল্লা জ-১১-০১৮১ যাত্রীবাহী বাসটি মোটরবাইকটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে বাস ও মোটরবাইকটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় ব্যাংক কর্মকর্তা কামাল হোসেন মজুমদার ঘটনাস্থলে নিহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটির অন্তত দশজন যাত্রী আহত হয়। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এদিকে দূর্ঘটনা কবলিত বাসটির ভেতর ফেন্সিডিলের বোতল ছড়িয়ে ছিলো।
বিষয়টি নিয়ে কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাফায়েত হোসেন জানান, বেলা দুইটায় আমরা দূর্ঘটনার খবর পাই। পুলিশ গিয়ে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার করে। দূর্ঘটনার পর বাস চালক পালিয়ে যায়। এ সময় ছড়িয়ে ছিটিয়ে থাকা অন্তত ১১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। মনে হচ্ছে কোন যাত্রী ফেন্সিডিল বহন করছিলো। লাশ বর্তমানে থানায় রয়েছে। মোটরবাইক ও বাসটিকে উদ্ধার করা হয়েছে।