করোনায় মারা গেলেন খুলনার চালনা পৌরসভায় বিএনপি মনোনীত প্রার্থী আবুল খয়ের খান (৬০)। আজ সোমবার (২৮ ডিসেম্বর) বিকেল ৩ টা ৩২ মিনিটে খুলনা মেডিক্যাল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন

(ইন্নাল্লিলাহি … রাজিউন)। করোনা পজিটিভ হয়ে গত ২৩ ডিসেম্বর থেকে আবুল খয়ের খান হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। মরহুম আবুল খায়ের দাকোপ চালনার আইজ উদ্দিন খানের ছেলে। 

করোনা ইউনিটের সমন্বয়ক ডা. ফরিদ উদ্দিন জানান, আবুল খয়ের করোনা আক্রান্ত ছিলেন। তিনি আশঙ্কাজনক ছিলেন। সোমবার দুপুরে তাঁ মৃত্যু হয়।

উল্লেখ্য, জেলার দকোপ উপজেলার চালনা পৌরসভায় সোমবার ভোট গ্রহণ করা হয়েছে। এতে তিনিসহ মেয়র পদে ৪ জন প্রার্থী রয়েছেন। এরমধ্যে আওয়ামী লীগের সনত কুমার বিশ্বাস, স্বতন্ত্র প্রার্থী অচিন্ত্য কুমার মণ্ডল, গৌতম কুমার রায় প্রার্থী রয়েছেন। 
২০০৪ সালের নভেম্বর মাসে সুন্দরবন সংলগ্ন চালনা পৌরসভা প্রতিষ্ঠিত হয়। ঐ সময় বিএনপি নেতা আবুল খয়ের খান পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন।