মুহাম্মদ রকিবুল হাসান (রনি):
বাংলাদেশ হস্তশিল্প এসোসিয়েশন কর্তৃক আয়োজিত হলো “ক্ষুদ্র উদ্যোক্তা সম্মেলন – ২০২১” ।দেশী পন্য কিনে হোন ধন্য এই তাইতো দেশীয় পন্য নিয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ক্ষুদ্র উদ্যাক্তাদের নিয়ে হয়ে গেলো ক্ষুদ্র উদ্যাক্তা মিলন মেলা ও সম্মেলন-২০২০ ।উক্ত সম্মেলন ও মিলন মেলায় আরো উপস্থিত ছিলেন, এই সম্মেলন এর আহবায়ক বাংলাদেশ হস্ত শিল্প এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা সভাপতি আজিজুর রহমান আজিজ,নিরু শামসুর নাহার,তরুন কুমার ঘোষ,ড.আনোয়ার ফরাজি ইমন,চেয়ারম্যান ফরাজি হসপিটাল,সালমা রহমান আখিঁ কর্ণধার আঁখি কালেকশন, সাবিনা রিনা- একজন নতুন সফল উদ্যোক্তা (পান দোকান), রবিন আহমেদ, সিইও আরিয়ান ডটকম, রুপা আহমেদ- চেয়ারম্যান রুপা বুটিংস,সহ আরো অনেক সফল নারী-পুরুষ উদ্যাক্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ ।উক্ত সম্মেলন শেষে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন,ফরাজি হসপিটাল এর চেয়ারাম্যান,ড.আনোয়ার ফরাজি ইমন।সু-প্রাচীন কাল থেকে উপমহাদেশীয় নারীরা কৃষি কাজের পাশাপাশি অবসরে নানান পন্য ঘরে বসেই বানিয়ে থাকেন।এই সকল কাজ তারা শিখতেন পরিবার ও গোষ্ঠির বয়জ্যষ্ঠ নারীদের কাছ থেকে। সময়ের সাথে গ্রাম থেকে শহরে ও শহর থেকে বিদেশে এই সকল পন্যের চাহিদা বেড়েছে।
এখনো বাংলাদেশের আনাচে কানাচে অনেক সুক্ষ কাজ করেন এমন অনেক নারী আছেন। যারা তাদের পন্যের সঠিক দাম ও বাজার খুজে পান না। অথচ, বর্তমান বিশ্বে হস্তশিল্প জাত পন্যের চাহিদা বেড়েই চলেছে। এবং দেশের কিছু সেরা ব্রান্ড শপ ছাড়া দেশীয় পন্যের বাজার তেমন সম্প্রসারিত নয়। এছাড়া এই সকল বাজারে উৎপাদক ও ক্রেতার মাঝে থেকে যাচ্ছে মধ্যসত্ত ভোগী ব্যবসায়ী।
এছাড়া বর্তমানে হস্তশিল্প ও আগের তুলনায় বহুমুখী ও রূপের পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনের ফলে হস্তশিল্পের কাচাঁমাল এর পরিবর্তন ও সংকট তৈরী হয়।
এই সকল ব্যাপারে সমস্যার জর্জরিত হয়ে এবং শুধুমাত্র গুটি কয়েক আমদানী কারকের হাতে জীম্নি বাজারে হস্তশিল্পের উৎপাদক সকলে আছে।
এই অবস্থার পরিত্রান পেতে ২০১৭ সালে জনাব আজিজুর রহমান আজিজ “বাংলাদেশ হস্তশিল্প এসোসিয়েশন” নামে ফেসবুক গ্রুপ প্রতিষ্ঠ করেন। যার পরবর্তিকালে গভঃ রেজি: করা হয়। যা বর্তমানে প্রায় ১ লাখ সদস্যের পরিবার। এখানে আছে কাচাঁমাল সরবরাহ কারী, উৎপাদক, বাজারজাতকারী ও নানান শ্রেনী পেশার মানুষ।
বাংলাদেশ হস্ত শিল্প এসোসিয়েশন নিয়মিত ভাবে অফলাইন/ অফলাইন প্রশিক্ষন এর আয়োজন করে আসছে।যার মধ্যে ব্যবসা শুরুর জন্য সফট স্কিল ও হাতে কলমে প্রশিক্ষন দেয়া হয়।
পাশাপাশি হস্তশিল্পের বাজার সম্প্রশারনে “মেড বাংলা ডট কম” নামে ওয়েব সাইট সহ সুলভে তৈরী পন্য ও কাচাঁমাল সহজ লভ্য সবার কাছে পৌছে দিতে বাংলা স্টোর, বাংলা ক্রাফট শপ ও বাংলা ডেলিভারি নামে পৃথক প্রতিষ্ঠান স্থাপন করা হয়েছে।
এই বৃহৎ পরিবারে দীর্ঘ দিনের দাবী ছিল একত্রে একটি মিলন অনুষ্ঠানের।সেই লক্ষ্যে গত ২রা জানুয়ারী,২০২১ তারিখে বাংলাদেশ হস্তশিল্প এসোসিয়েশন আয়োজন করেছেন “ক্ষুদ্র উদ্যোক্তা সম্মেলন – ২০২১” ।সম্মেলন টি অনুষ্ঠিত হয়েছে মোহম্মদপুর চন্দ্রিমা মডেল টাউন স্মার্ট ব্যম্বু রিভারভিউ রেস্টুরেন্টে।সর্বপরি আজিজুর রহমান আজিজ,বলেন সকল উদ্যাক্তার সুস্বাস্থ্য ও সফলতা কামনা করছেন তিনি।