করোনাভাইরাসের টিকা নেওয়া লোকজনও অন্যদের সংক্রমিত করতে পারে। সে কারণে টিকা নেওয়া লোকজনকে লকডাউনের নিয়ম মেনে চলা উচিত বলে মনে করেন ইংল্যান্ডের ডেপুটি চীফ মেডিক্যাল অফিসার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রফেসর জনাথন ভান-টাম বলেছেন, বিজ্ঞানিরা এখনো সংক্রমণের ব্যাপারে টিকার প্রভাব জানেন না। টিকার কারণে আশা তৈরি হচ্ছে। কিন্তু সংক্রমণের হার দ্রুত নেমে আসতে হবে।
স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেছেন, ব্রিটেনে ৮০ বছর বয়সের ঊর্ধ্বের ৭৫ শতাংশ লোককে টিকা দেওয়া হয়েছে। আর এটি যেহেতু দুটি করে দিতে হচ্ছে। অনেকের আরো একটি টিকা নেওয়া বাকি। তবে কেয়ার হোমে থাকা এক তৃতীয়াংশকে টিকা দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, গত তিন দিনে আমরা অনেক বেশি মানুষকে টিকা দিতে পেরেছি। আর এটি ফ্রান্সের তুলনায় বেশি বলেও জানিয়েছেন তিনি। এ সপ্তাহে ইংল্যান্ডের আরো ৩২ জায়গায় টিকা দেওয়া শুরু হবে। তবে টিকা নেওয়ার পরেও সবাইকে লকডাউনের নিয়ম মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।
সূত্র: বিবিসি