বিমানবন্দরের কার্গো ভিলেজে ভারত থেকে আসা টিকার প্রথম চালান। ফাইল ছবি

সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে বেক্সিমকো ফার্মার মাধ্যমে আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) রাতে দেশে আসছে ২০ লাখ ডোজ করোনার টিকা। রাত ১১টা ১০ মিনিটে ভারতের স্পাইজেড বিমানের একটি ফ্লাইটে এই টিকা আসবে বলে বেক্সিমকো ফার্মা সূত্র জানিয়েছে।

এর আগে গত ২০ জানুয়ারি ভারত সরকারের উপহার হিসেবে দেওয়া ২০ লাখ ডোজ টিকা প্রথম দেশে আসে। পরে ২৫ জানুয়ারি চুক্তির আওতায় আসে ৫০ লাখ ডোজ টিকা।

তবে সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী চলতি মাসে ৫০ লাখ ডোজ টিকা আসার কথা। এর মধ্যে আজ ২০ লাখ ডোজ টিকা এলেও বাকি ৩০ লাখ ডোজ টিকা কবে আসবে তা এখনো জানাতে পারেননি কেউ।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (টিকাদান) ডা. শামসুল হক আজ ২০ লাখ ডোজ টিকা আসবে বলে কালের কণ্ঠকে নিশ্চিত করলেও বাকি টিকার বিষয়ে কিছু জানাতে পারেননি।

গত ২৭ জানুয়ারি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পরীক্ষামূলক টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে সারা দেশে গণ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

এদিকে করোনার টিকা নেওয়ার জন্য গতকাল পর্যন্ত ৩২ লাখ মানুষ নিবন্ধন করেছেন।