নিজস্ব প্রতিবেদন:

আজ ১৭ মার্চ বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস’উপলক্ষে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,সমাজসেবক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক মরহুম সুজাত আলী ভূঁইয়ার সুযোগ্য সন্তান মো: শাহ বেলাল বাবর নিজ উদ্যোগে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম সুজাত আলী ভূঁইয়ার নামে স্থাপিত ফাউন্ডেশনের উদ্যোগে বঙ্গবন্ধু কে নিয়ে রচনা প্রতিযোগিতার আয়োজন করেছেন।

রচনার নাম,”জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান”উক্ত রচনা প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন দাগনভূইয়া থানা আওতাধীন,সিন্দুরপুর খাজা আহমেদ উচ্চ বিদ্যানিকেতন,সুজাতপুর উচ্চ বিদ্যালয়,রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়।

উক্ত রচনা প্রতিযোগিতা অনুষ্ঠানে বিজয়ী ছাত্র ছাত্রীদের হাতে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার তুলে দেওয়া হবে আগামী ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিবেন সুজাত আলী ভূঁইয়া ফাউন্ডেশনের সম্মানীত সভাপতি অংশগ্রহন কারী প্রতিটি স্কুলের সিনিয়র শিক্ষক প্রধান শিক্ষকবৃন্দ ও দাগনভূইয়া বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সর্বশেষ ফাউন্ডেশন পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধুর বিরহি আত্নার মাগফিরাত কামনা করে দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দেশ-বাসীর কাছে দোয়া চেয়েছেন মরহুম সুজাত আলী ভূঁইয়ার সুযোগ্য সন্তান মো: শাহ বেলাল বাবর।