জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিনে উগ্র সাম্প্রদায়িক শক্তি হেফাজত ইসলামের উস্কানিতে সুনামগঞ্জে শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে হামলা, ভাঙচুর, লুটতরাজ ও নারীদের শ্লীলতাহানির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জামালপুর জেলা শাখা।
আজ বুধবার বিকেলে জামালপুর শহরের দয়াময়ী মোড়ে এ কর্মসূচিত পালিত হয়।
প্রায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি কৃষিবিদ লক্ষ্মীকান্ত পণ্ডিত। এতে বক্তব্য রাখেন প্রবীণ আইনজীবী জাহিদ আনোয়ার, জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ ও সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, সাংবাদিক উৎপল কান্তি ধর, মানবাধিকার সংগঠক জাহাঙ্গীর সেলিম, বাংলাদেশ মানাবাধিকার কমিশন জেলা শাখার সভাপতি আইনজীবী কিসমত পাশা, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি মো. আমির উদ্দিন, সচেতন নাগরিক কমিটির সভাপতি অজয় কুমার পাল, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক সিদ্ধার্থ শঙ্কর রায়, আয়োজক সংগঠনের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক পরিতোষ কুমার পণ্ডিত ও পৌর শাখার সাধারণ সম্পাদক বিপুল কাঞ্জি লাল, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা, স্বেচ্ছাসেবক লীগ জেলা শাখার সভাপতি সৈয়দ তানভির আহাম্মেদ প্রমুখ।
বক্তারা উগ্র সাম্প্রদায়িক শক্তি হেফাজত ইসলামের উস্কানিতে সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে হামলা, ভাঙচুর, লুটতরাজ ও নারীদের শ্লীলতাহানির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে ভয়াবহ এই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।