কারোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর সেখানে কভিড ইউনিটে ১৩০৫ নম্বর কেবিনে চিকিৎসা নিচ্ছেন।
তার শারীরিক অবস্থা সম্পর্কে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানিয়েছেন, গতকাল তার ফুসফুসের সিটিস্কেন করা হয়েছে, রিপোর্ট ভাল এসেছে। হার্টেরও রিপোর্ট ভালো। জ্বর কাশিও এখন নেই। এ ছাড়া তিনি খাবারও খেতে পারছেন। আগামীকাল কেভিড ১৯ টেস্ট করা হবে। রিপোর্ট নেগেটিভ আসলে দু একদিনের মধ্যে তিনি বাসায় যেতে পারবেন।
উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগার পর তার করোনা টেস্ট করলে করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীল স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।