আজ রবিবার আইপিএলে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে খেলা। এই দলের হয়েই খেলছেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। প্রতিপক্ষ হিসেবে থাকছে সাকিবের সাবেক দল সানরাইজার্স হায়দরাবাদ। এক মৌসুম এই দলে খেলেছিলেন সাকিব। বিশ্বসেরা অল-রাউন্ডারকে নাইট একাদশে রাখা হবে কিনা- এমন জল্পনার মাঝে মুখ খুলেছেন অধিনায়ক ইয়োইন মরগ্যান।
গত বছর নির্বাসনের কারণে আইপিএলে অংশগ্রহন করতে পারেননি সাকিব। এর আগেরবার সাকিবকে ছেড়ে দেওয়ায় সমর্থকেরা নাইট রাইডার্স কর্তৃপক্ষের সমালোচনায় মুখর হয়েছিল। তাই এ বছর কেকেআর ৩.২ কোটি রুপিতে তাকে পুনরায় নিলামে কিনে নেয়। নির্বাসন কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও চোটের কারণে বেশি ম্যাচ খেলতে পারেননি সাকিব। তারপরেও তার দক্ষতার ওপর ভরসা রাখছেন মরগ্যান।
সংবাদ সম্মেলনে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী এই অধিনায়ক বলেন, ‘এ বছর আমাদের ভিন্ন ভিন্ন মাঠে খেলতে হবে যেগুলোর পিচের চরিত্র সম্পূর্ণ আলাদা। এই কারণে দলে গভীরতার প্রয়োজন। সাকিব আসায় আমাদের দলে ভিন্ন মাত্রা যোগ হয়েছে। আইপিএল হোক বা আন্তর্জাতিক ক্রিকেট, সব জায়গাতে সাকিব দারুণ সফল। স্পিনসহায়ক উইকেটে তার মতো একজন অল-রাউন্ডার যেকোনো দলেরই সম্পদ। আশা করছি দলের প্রয়োজনে সে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দলকে সাফল্য এনে দেবে’।