হোসেন মোহাম্মদ তূর্য

কুমিল্লায় স্বপ্নছায়া – Swapnochaya ইফতার ইভেন্ট এর ৩য় ও
শেষ দিন 🕋

রোজার ১৯ তম দিন।স্বপ্নছায়ার ১৭,১৮,১৯ রোজার টানা ৩ দিনের ইফতার ইভেন্ট এর আজ শেষ দিন। কুমিল্লার জন্য আমরা সংগঠনটিকে সঙ্গী করে স্বপ্নছায়া কুমিল্লার দলটি ইফতার আয়োজনে নেমে পড়ে। প্রচন্ড গরম ছিলো, তবুও আমাদের ভলান্টিয়াররা থেমে ছিলো না। সারাদিন রোজা রেখেও তারা ভেবেছে অসহায় রোজাদার দের কথা,যাদের ইফতার হয় শুধুই একমুঠো ডাল,ভাতে।তাই সেই মানুষগুলোকে খুঁজে তাদের মাঝে আমরা বিলিয়েছি একমুঠো সুখ। সুখ বলছি কারণ তাদের মুখের স্নিগ্ধ হাসিটুকুই তো আলোড়োন তৈরী করে। আমরা চাই সেই হাসিটুকু হোক আরও সুন্দর। সেই সুন্দর হাসিটুকু গড়তে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের এই ইভেন্টে আমরা প্রায় ১০০ জন মানুষকে ইফতার করিয়েছি। আয়োজনে ছিলো খিচুড়ি, ঝাল ফ্রাই,খেজুর।

আমাদের ৩ দিনের এই ইভেন্টে যারাই একটু আধটু আমাদের সাথে ছিলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ।।

অসহায়ত্বর অন্ধকার রাত্রি শেষে সাম্যের শুভ্র ফুল ফুটবেই ইনশাআল্লাহ।।
স্বপ্নছায়া