হোসেন মোহাম্মদ তূর্য:

স্বপ্নছায়া – Swapnochaya ইফতার ইভেন্ট এর ২য় দিন 🌆

১ই মে,বিশ্ব শ্রমিক দিবস। রোজার ১৮ তম দিন।শেষ বিকেলের শুরু,সন্ধ্যা ঘনিয়ে আসছে। বিভিন্ন জায়গায় নানা পদের আকর্ষণীয় ইফতারের বেচাকেনা চলছে। সারাদিন রোজা রাখা মানুষদের বাহারি এই ইফতারগুলোয় চোখ আটকে যাবার কথা।ধর্মপ্রাণ মুসলমানেরা তাই ইফতার কিনতে ব্যাস্ত। তবে তার মাঝে গুটিকয়েক মানুষ ইফতার গুলোর দিকে শুধুই তাকিয়ে থাকে।তাদের ছেঁড়া পকেটগুলোর সামর্থ শুধুই টঙের দোকানের চা-পাউরুটিতে। স্বপ্নছায়ার গল্পগুলো তাদের ঘিরেই তো হয়। তাই ১৭,১৮,১৯ রোজা টানা ৩ দিন ইফতার এর ইভেন্ট এর পরিকল্পনা হয়,তারই পরিপ্রেক্ষিতে ১৮ রোজায় আমাদের দ্বিতীয় ইভেন্ট হয়।যেথায় স্বপ্নছায়ার দল রাজারবাগ ও শাহজাহানপুর এলাকায় প্রায় ১০০ জন দিন-মজুরি,ছিন্নমূল মানুষদের ইফতার করায়। আর ইফতার এর আয়োজনে ছিলো চিকেন বিরিয়ানি,পানি।

শ্রমিক দিবস ছিলো বিধায় ইফতার পাওয়ার পর শ্রমিকদের ঠোঁটে লেগে ছিলো স্নিগ্ধময় হাসি। সেই হাসিগুলো ভীষণ সুন্দর।।

অসহায়ত্বর অন্ধকার রাত্রি শেষে সাম্যের শুভ্র ফুল ফুটবেই ইনশাআল্লাহ।।
স্বপ্নছায়া