মাসুদ রানা:

চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার আহল্লাশেখ চৌধুরী পাড়া এলাকার পিতা কামাল উদ্দীন এর ছেলে শামসুদ্দিন ইলিয়াস,২০০৫ সালে উপ-পরিদর্শক (এসআই) পদে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন তিনি কর্ম দক্ষতা মেধা পরিশ্রম পেয়ে ২০১৬ সালে কাঙ্খিত পদন্নতি পেয়ে হয়ে যান চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)।মানবিকতা ও বিচক্ষণতায় প্রথম অফিসার ইনচার্জ হিসেবে নিয়োগ কুমিল্লা পান চান্দিনা মডেল থানায়।অফিসার ইনচার্জ হিসেবে প্রথম দায়িত্ব বার বুজে নেওয়ার পর থেকে যুব সমাজ কে মাদকের হাত থেকে রক্ষা করা একটার পর একটা সফল অভিযান চালিয়ে এলাকায় মাদক কারবারী মাদক সেবনকারী ইপটিজিং জুয়া সহ সকল ধরনের অবৈধ অনৈতিক কাজের দেয়াল হয়ে দাঁডান সুদক্ষ চৌকস ওসি শামসুদ্দিন ইলিয়াস ।স্বল্প দিনে নিজের কর্মদক্ষতা স্নেহ ভালোবাসা দিয়ে চান্দিনা বাসীর মন জয় করেছেন শামসুদ্দিন ইলিয়াস । দাম্পত্য জীবনে শামসুদ্দিন ইলিয়াস এর এক ছেলে এক মেয়ের জনক। ওসি শামস্উদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান- আমি ডিআইজি ও এসপি স্যারের নির্দেশে ওসি হিসেবে প্রথম চান্দিনা থানায় দায়িত্ব গ্রহণ করেছি।স্যারদের দিকনির্দেশনায় কাজ করে যাবো দায়িত্ব পালনকালে চান্দিনা এলাকার সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করছি।