নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সাংসদ জননেতা আব্দুল মতিন খসরুর প্রয়ানে আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। শূন্য এই আসনে উপনির্বাচন ১২ জুলাইয়ের মধ্যে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সচিব জাফর আহমেদ। ইতিমধ্যে আসনটি থেকে নৌকার মাঝি হতে আগ্রহ প্রকাশ করেছেন অন্তত তিন ডজন নেতা। যারা বিভিন্নভাবে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। এই তালিকায় তারুণ্যদীপ্ত প্রার্থীর মধ্যে আলোচনার শীর্ষে রয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন প্রথম যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক তরুণ আওয়ামী লীগ নেতা আলআমীন অর্নব। তিনি মরহুম জননেতা আব্দুল মতিন খসরু’র স্নেহভাজন বলে পরিচিত।

তরুণ আওয়ামী লীগ নেতা আলআমীন অর্নব তিনি মরহুম জননেতা আব্দুল মতিন খসরু’র স্নেহভাজন বলে পরিচিত।

উল্লেখ্য, গত ১৪ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সীমান্তবর্তী উপজেলা বুড়িচং-ব্রাহ্মণপাড়া আসনের সংসদ সদস্য, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু। তার মৃত্যুর পর থেকেই মূলত আসনটির পরবর্তী এমপি কে হবেন তা আলোচনায় আসে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, স্বাধীনতার পর থেকে আসনটিতে নিজেকে অপ্রতিদ্বন্দ্বী করে রেখেছিলেন আব্দুল মতিন খসরু। ১৯৯১, ১৯৯৬, ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ৫ বারের সাংসদ হয়ে নিজেকে আওয়ামী লীগের অপরিহার্য নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন। তাই এ আসন থেকে মনোনয়ন পেতে যেকোনো প্রার্থীকেই কাটখড় পোড়াতে হবে বলে মনে করেন স্থানীয়রা।

খোঁজ নিয়ে জানা গেছে, ইতিমধ্যে তিন ডজন নেতা এই আসন থেকে নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করেছেন। এই তালিকায় প্রয়াত সাংসদের স্ত্রী, ভাই যেমন রয়েছেন, তেমনি আছেন তার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা। তবে পিছিয়ে নেই বঙ্গবন্ধুর আদর্শের তরুণ নেতারাও। তেমনি একজন আল আমীন অর্নব।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন প্রথম যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আল আমীন অর্নব বুড়িচং থানাধীন মোকাম ইউনিয়নের একটি সম্ভ্রান্ত আওয়ামী পরিবারে জন্মগ্রহণ করেন। পারিবারিকভাবেই আওয়ামী রাজনীতির সাথে জড়িত সে। বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে তিনি ছিলেন অত্যন্ত ‘প্রডাক্টিভ’নেতা।

তারুণ্যদীপ্ত প্রার্থীর মধ্যে আলোচনার শীর্ষে রয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন প্রথম যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক তরুণ আওয়ামী লীগ নেতা- আলআমীন অর্নব।

জানা গেছে, আল আমীন অর্নব এইচএসসির পাট চুকিয়ে উচ্চশিক্ষা নিতে ভর্তি হন ঢাকা কলেজের ইংরেজি বিভাগে। পরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হলে শুধু রাজনৈতিক উদ্দেশ্যে স্নাতক প্রথম বর্ষ শেষ না হতেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে ভর্তি হন। এবং এখানে ছাত্র রাজনীতি শুরু করেন। পরবর্তীতে অর্থনীতি বিভাগ থেকে প্রথম শ্রেণিতে বিএসএস এবং এমএসএস ডিগ্রি অর্জন করেন।

আল আমীন অর্নবের ভাষায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরপরই দেখতে পাই শিবির এবং ছাত্রদলের ক্যাম্পাস দখলের নীল নকশা। তখন আমিই সর্বপ্রথম ক্যাম্পাসে ছাত্রলীগের কার্যক্রম শুরু করি। শুরুর পথটা মসৃন ছিলনা। রাজনীতি মুক্ত ক্যাম্পাসে মেস ভিত্তিক কার্যক্রমে শিবির তখন অনেকটাই এগিয়ে ছিল এবং ক্যাম্পাসে শক্ত অবস্থান করে নিয়েছিল। তখন আমরা স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন গঠন করি। আর এই সংগঠনের ব্যানারেই ছাত্রলীগের কার্যক্রম শুরু হয় এবং চলতে থাকে। পরবর্তীতে এই সংগঠনটিই কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নামে আত্মপ্রকাশ করে।

ক্যাম্পাস সংশ্লিষ্টরা জানান, মূলত আলআমীন অর্নবের কৌশলের কাছে দ্রুতই হার মানতে হয় শিবির ছাত্রদলসহ অন্য সংগঠনগুলোকে। যার ফল শ্রুতিতেই এখনো ক্যাম্পাসে ছাত্রলীগের শক্ত অবস্থান বিদ্যমান। এগুলো করতে গিয়ে তাকে অনেক হামলা এবং মামলার সম্মুখীন হতে হয়েছে। আল আমীন অর্নব এবং তার সমসাময়িক নেতা কর্মীদের ত্যাগ এবং পরিশ্রমের উপহার স্বরুপ তৎকালীন ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জান সোহাগ এবং সিদ্দিকী নাজমুল আলম ২০১২ সালের ১৫ সেপ্টেম্বর প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। সেই কমিটিতে আল আমীন অর্নবকে যুগ্ম আহ্বায়ক-১ পদ প্রদান করা হয়।

ক্যাম্পাস থেকে সাবেক হওয়ার পরও তিনি অদ্যবধি সকল রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছেন। ২০১৮ সালের জাতীয় নির্বাচনেও আলআমীন অর্নবকে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পর্যবেক্ষন ও সমন্বয় উপ-কমিটির সদস্য করা হয়, দায়িত্ব প্রাপ্ত এলাকা ছিল বুড়িচং-ব্রাহ্মণপাড়া।

পারিবারিক সূত্রে জানা গেছে, আলআমীন অর্নবের বাবা হাজী সুলতান আহমেদ বুড়িচং থানা আওয়ামী লীগের সদস্য। এছাড়া মোকাম ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদ সাধারণ সম্পাদক। মোকাম ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সদস্য সচিবও তিনি।

তার বড় ভাই এডভোকেট ওমর ফারুক(সুপ্রিম কোর্ট) ঢাকা সিএমএম কোর্টের এপিপি। বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক উপ কমিটির সদস্য। বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য। ছোট ভাই মেজবা উদ্দিন কুমিল্লা(দ:) জেলা ছাত্রলীগের সদস্য।

বুড়িচং-ব্রাহ্মণপাড়ার রাজনীতিতে আলআমীন অর্নবের পরিবারের অবদান অনস্বীকার্য। তার বাবা হাজী সুলতান আহমেদ ছিলেন মরহুম আব্দুল মতিন খসরুর ঘনিষ্ঠ সহচর। সারা জীবন তিনি কাটিয়েছেন বুড়িচং থানা আওয়ামীলীগ এবং নৌকার সকল প্রার্থীর জন্য।

সংসদ নির্বাচনে মরহুম আব্দুল মতিন খসরুর জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করে নৌকার জন্য ভোট চেয়েছেন- আলআমীন অর্নব

আল আমীন অর্নব শৈশব থেকে পারিবারিকভাবেই পেয়েছেন রাজনৈতিক দীক্ষা। তিনি বলেন, আব্বা প্রচুর মুক্তিযুদ্ধ এবং আবাহনী ক্রীড়াচক্রের এলবাম এবং বই কিনে আনতেন আমি এগুলো খুব আগ্রহ নিয়ে পড়তাম। সেখান থেকেই রাজনীতির শুরু।

জানা গেছে, তিনি বাবা’র সূত্রে ছোটবেলা থেকেই বুড়িচংয়ের সকল নির্বাচনে আওয়ামীলীগ তথা নৌকার প্রার্থীর জন্য কাজ করে গেছেন। বিশেষ করে গত দুই সংসদ নির্বাচনে মরহুম আব্দুল মতিন খসরুর জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করে নৌকার জন্য ভোট চেয়েছেন।

সংসদ নির্বাচনে মরহুম আব্দুল মতিন খসরুর জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করে নৌকার জন্য ভোট চেয়েছেন- আলআমীন অর্নব

তিনি মনে করেন, তরুণরা চাইলে বিশ্ব জয় করতে পারে। জনগণপ্রদত্ত ক্ষমতাবলে রাজনীতিকেরাই মূলত একটি দেশের নীতিনির্ধারক ও দেশ পরিচালনার দায়িত্বে নিয়োজিত। একজন দক্ষ নাবিক যেমন সঠিক দিকনির্দেশনা দিয়ে জাহাজকে তার কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে নিয়ে যান, তেমনি কোনো দেশের রাজনীতিকেরা সৎ ও বিচক্ষণ হলে সে দেশের উন্নয়ন ত্বরান্বিত হয় এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।

তিনি বলেন, বর্তমানে শিক্ষিত তরুণ প্রজন্মের অধিকাংশ রাজনীতিতে জড়িত হওয়ার প্রসঙ্গ উঠলেই গা এড়িয়ে চলে। এর দায়ভার আমাদের বয়োজ্যেষ্ঠ রাজনীতিকদের নিতে হবে। কারণ, তাদের অধিকাংশই এমন ভালো কোনো দৃষ্টান্ত তৈরি করতে পারেননি, যা দেখে তরুণ প্রজন্ম রাজনীতিচর্চায় উদ্বুদ্ধ হবে।

তিনি আরও বলেন, তরুণদের মধ্য থেকে সৎ ও যোগ্যরা যদি রাজনীতির মূলধারায় যুক্ত হতে না পারেন, ঘুনেধরা এই সমাজটাকে বদলানো সম্ভব নয়। এ ক্ষেত্রে দু-একজন রাজনীতিক, যারা সুস্থ রাজনীতির সঙ্গে জড়িত, তারা রাজনীতির মঞ্চে সঠিক দৃষ্টান্ত স্থাপন করে তরুণ প্রজন্মকে রাজনীতিতে উৎসাহী করতে ইতিবাচক ভূমিকা রাখতে পারেন। যেমনটা করে গেছেন প্রিয় নেতা মরহুম আব্দুল মতিন খসরু। পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমেরও যথেষ্ট শক্তিশালী ভূমিকা রাখার সুযোগ রয়েছে।

আল আমীনঅর্নব বলেন, আমরা চাই, দেশের রাজনীতিতে দূষণের মাত্রাটা এমন পর্যায়ে নেমে আসুক, যাতে ভবিষ্যৎ প্রজন্ম তাদের জীবনের লক্ষ্য ঠিক করতে গিয়ে রাজনীতিবিদ হওয়ার স্বপ্ন দেখে। তরুণ এবং সৎ নেতৃত্বকে উৎসাহ প্রদানে আমার প্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনা সেই সুযোগটুকু আমাকে দিবেন বলে আমি বিশ্বাস করি। তবে দলীয় মনোনয়ন আমি পাই বা না পাই নৌকার পক্ষে আমার সর্বোচ্চটুকু উজাড় করে দিবো ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, আমি চাই বুড়িচং-ব্রাহ্মণপাড়ার জনগণের জন্য কিছু করতে। শিক্ষা, কর্ম সংস্হান, মাদক নির্মূলসহ সমাজের সকল অপ্রাপ্তি এবং অসংগতি নির্মূলে সততা নিষ্ঠার সাথে কাজ করতে চাই। আধুনিক, উন্নত, সমৃদ্ধ বুড়িচং-ব্রাহ্মণপাড়া বিনির্মাণে আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা হবে আমার পথচলার একান্ত শক্তি।