পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক নির্যাতন ও মামলার ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফ।
আওয়ামী লীগের এই নেতা মনে করেন, ‘সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দিয়ে নয় বরং দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলে দেশ-জাতি উপকৃত হবে।’
মাহবুব-উল আলম হানিফ মঙ্গলবার (১৮ মে) জাগো নিউজকে এসব কথা বলেন। তিনি বলেন, ‘গতকাল স্বাস্থ্য মন্ত্রণালয়ে যে ঘটনা ঘটেছে, সেটি অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক এবং অনভিপ্রেত। এ ধরনের ঘটনা কারোরই কাম্য নয়।’
আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘সংবাদমাধ্যম সমাজের দর্পণ। এর মাধ্যমে দেশের জনগণ সরকারের উন্নয়ন অগ্রগতিসহ সব কর্মকাণ্ডের খবর জানতে পারে। পাশাপাশি সরকারও সংবাদপত্রের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন খবর দ্রুত জানতে পারে। সেই হিসেবে গণমাধ্যম এবং সরকার একে অপরের পরিপূরক। গণমাধ্যমের সঙ্গে সরকারের সম্পর্কের তিক্ততা কোনোভাবেই সুখকর নয়।’