হামাগুঁড়ি দিয়ে কষ্ট করে জামালপুর পৌরসভার দ্বিতীয় তলায় মেয়রের কাছে আসেন শারিরীক প্রতিবন্ধী আকলিমা আক্তার । মেয়র মহোদয়কে আকলিমা জানান মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করেছি, সেই সাথে ভালো রেজাল্টও করেছি।

কম্পিউটার প্রশিক্ষণ নিয়েছি। আমি কি পরিবারের বোঝা হয়েই থাকবো আজীবন? হামাগুঁড়ি দিয়ে অফিসের সিঁড়ি বেয়ে উঠেও চাকরি করতে পারব। আমাকে একটা চাকরি দেন।

আমি বাঁচতে চাই। পরিবারের হাল ধরতে চাই।’ জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু আকলিমার কথা শুনে তৎক্ষণাৎ জামালপুর পৌরসভায় কম্পিউটার অপারেটর পদে আকলিমাকে চাকরি দেন ও তৎক্ষণাৎ যোগদান করার ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।