ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা আগেই নিশ্চিত করে ফেলেছিল ম্যানচেস্টার সিটি। উয়েফা চ্যাম্পিয়নস লিগে খেলাও নিশ্চিত হয়ে গিয়েছিল ম্যানসিটি ও ম্যানইউর। বাকি কোন দুটি দল চ্যাম্পিয়নস লিগে খেলবে ইংল্যান্ড থেকে, সেটা নির্ধারণের জন্য লিগের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। রোববার রাতে চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করেছে চেলসি ও লিভারপুল।

আগামী চ্যাম্পিয়ন্স লিগে খেলতে হলে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জয় প্রয়োজন ছিল লিভারপুলের। ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা শেষ ম্যাচে আর ভুল করেননি। সাদিও মানের জোড়া গোলে ২-০ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে লিভারপুল।

অন্যদিকে হেরেও চ্যাম্পিয়নস লিগ খেলার যোগ্যতা অর্জন করেছে চেলসি। সে ক্ষেত্রে তাদের জন্য আশির্বাদ হিসেবে এসেছিল লেস্টারের পরাজয়। অ্যাস্টন ভিলার মাঠে খেলতে গিয়েছিল চেলসি। কিন্তু ৪৩ মিনিটে বার্টান্ড ট্রাওর এবং ৫২ মিনিটে আনোয়ার এল গাজির পেনাল্টি থেকে করা গোলে ২-১ ব্যবধানে হেরে যায় চেলসি।

৩৮ শেষে ম্যানসিটির পয়েন্ট ৮৬, দুইয়ে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৭৪, তিনে থাকা লিভারপুলের পয়েন্ট ৬৯ ও চারে থাকা চেলসির পয়েন্ট ৬৭।