তিনটির বদলে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী আগস্টে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রলিয়া। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বিষয়টি নিশ্চিত করছেন। এছাড়া আগামী জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে একটি টেস্ট কমানো হয়েছে। বাড়ানো হয়েছে টি-টোয়েন্টি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখেই যে এসব আয়োজন, তা আর বলে দিতে হয় না।
ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোকে আকরাম খান বলেছেন, ‘অস্ট্রেলিয়া বোর্ডের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা তিনটির বদলে ৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে রাজি হয়েছে। পুরো সিরিজটি অনুষ্ঠিত হবে ৮ থেকে ৯ দিনের মধ্যে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি যাতে ভালো হয়, আমরা সেই চেষ্টাই করে যাচ্ছি। যে কারণে জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের একটি কমিয়ে বাড়তি একটি টি-টোয়েন্টি ম্যাচ যোগ করা হয়েছে।’
বিশ্বকাপের আগে আর নতুন কোনো আন্তর্জাতিক সিরিজের ভাবনায় নেই বিসিবি। কারণ সময় সংকট। এফটিপি অনুযায়ী সিরিজগুলো খেলেই ব্যস্ত সময় কাটবে। ৩১ মে থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। জিম্বাবুয়ে যাওয়ার আগে টি-টোয়েন্টি ফরম্যাটের এই ঘরোয়া লিগেই ব্যস্ত থাকবেন ক্রিকেটাররা। জিম্বাবুয়ে সফরে যাওয়ার কথা জুন মাসের শেষদিকে। সেখানে কতদিন কোয়ারেন্টিনে থাকতে হবে বা আদৌ থাকতে হবে কিনা সেটা এখনও পরিস্কার নয়।
আকরাম খান আরও বলেন, ‘এ বছর আমাদের খুব ব্যস্ত শিডিউল আছে। চলতি সিরিজের পর (শ্রীলঙ্কা সিরিজ) আমরা ক্লাব ক্রিকেট নিয়ে ব্যস্ত হয়ে পড়ব। এরপর আমরা জিম্বাবুয়ে সফরে যাবে। এরপর বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড। এসব কারণে ক্রিকেটারদেরকেও আমরা বায়ো বাবল এবং কোয়ারেন্টিনে রাখতে হবে। এত বেশি ক্রিকেট খেলা সবসময় ভালো নয়। তাই চলতি সিরিজের পর আমরা আমাদের পরবর্তী শিডিউল নিয়ে ভাবব।’