বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে লিড নিল নিউজিল্যান্ড ক্রিকেট দল। বিরাট কোহলিদের করা ২১৭ রানের জবাবে ৩২ রান লিড নিয়ে ২৪৯ রানে অলআউট হয় কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন দলটি।

বৃষ্টির কারণে ইংল্যান্ডের সাউদাম্পটনে চলমান টেস্টের প্রথম দিনের মতো সোমবার চতুর্থ দিনের খেলাও ভেসে যায়। 

দ্বিতীয় দিনে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ১৪৬ রান করা ভারত তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমে ২১৭ রানে অলআউট হয়। দলের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন আজিঙ্কা রাহানে। ৪৪ রান করেন বিরাট কোহলি। নিউজিল্যান্ডের হয়ে কাইল জেমিসন একাই ৫ উইকেট শিকার করেন। 

জবাবে ব্যাটিংয়ে নেমে তৃতীয় দিনে ২ উইকেটে ১০১ রান করে ‍নিউজিল্যান্ড মঙ্গলবার পঞ্চম দিনে ব্যাটিংয়ে নেমে ১৪৮ রানে ৮ উইকেট হারিয়ে ২৪৯ রানে ইনিংস গুটায় কিউইরা। 

নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন ওপেনার ডেভন কনওয়ে। ৪৯ রান করেন অধিনায়ক কেন উইলিয়ামসন। এছাড়া ৩০ রান করেন টিম সাউদি।  ভারতের হয়ে মোহাম্মদ সামি শিকার করেন ৪ উইকেট। ৩ উইকেট নেন ইশান্ত শর্মা। 

৩২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করছে ভারত। 

এ রিপোর্ট লেখা অবস্থায় ভারতের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৭ রান।