ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়া টানা দ্বিতীয় ম্যাচ জিতল পর্তুগাল। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আয়ারল্যান্ডকে হারানোর পর মঙ্গলবার রাতে বিশ্বকাপ বাছাইয়ে আজারবাইজানকে হারিয়েছে তারা। ৩-০ গোলের জয়ে ইউরোপীয় অঞ্চলের বাছাইয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে উঠেছে পর্তুগিজরা।

বাকু অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের ২৬তম মিনিটে ব্রুনো ফের্নান্দেজের বাড়ানো ক্রসে কাছ থেকে গোল করেন বের্নার্দো সিলভা। পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন আন্দ্রে সিলভা।

২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় পতুর্গাল।

ম্যাচের ৭৫তম মিনিটে দিয়োগো জটার গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় পর্তুগাল। ম্যাচের বাকি সময় আর গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রুনো ফার্নাদেজরা।

এ জয়ের ফলে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে পর্তুগাল। চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে সার্বিয়া। পাঁচ ম্যাচ থেকে কেবল এক পয়েন্ট নিয়ে তলানিতে আজারবাইজান।

সূত্র: গোলডটকম