লিগ ওয়ানে শতভাগ সাফল্য ধরে রাখলেও ইউরোপ সেরার প্রতিযোগিতায় শুরুতেই হোঁচট খেয়েছে প্যারিস সেন্ট জার্মেই। বেলজিয়ান প্রতিপক্ষ ক্লাব ব্রুগের সঙ্গে ১-১ গোলের ড্র করে ফরাসি জায়ান্টরা। ‘এ’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে তাই কঠিন পরীক্ষা দিতে হবে ম্যানসিটির বিপক্ষে। গতবার সেমিফাইনালে যাদের কাছে হেরে টানা ফাইনাল খেলার স্বপ্নভঙ্গ হয়েছিল।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় পার্ক দে প্রিন্সেসে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নদের স্বাগত জানাবে পিএসজি।
গত এপ্রিলে সেমিফাইনালের প্রথম লেগে যেখান থেকে ২-১ গোলের জয় নিয়ে ম্যানচেস্টারে ফিরেছিল পেপ গার্দিওলার বাহিনী। আর দ্বিতীয় লেগে ঘরের মাঠে ২-০ গোলে হারিয়ে প্যারিস ক্লাবের বিদায়ও নিশ্চিত করেছিল তারা।
ওইবার কিলিয়ান এমবাপ্পে ও নেইমারের আক্রমণভাগকে থামাতে খুব বেশি ভুগতে হয়নি ম্যানসিটির। কিন্তু এবার আক্রমণভাগে যুক্ত হয়েছেন লিওনেল মেসি, যার নাড়ি-নক্ষত্র জানা থাকলেও গার্দিওলার দুশ্চিন্তা থাকছেই।