আয়ারল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে ইরানের আলী দাইকে টপকে আন্তর্জাতিক ফুটবলে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। শনিবার রাতে কাতারের বিপক্ষে ম্যাচে ফের গোল করেন সিআরসেভেন। আন্তর্জাতিক ফুটবলে গোলের রেকর্ডটা বাড়িয়ে ১১২-তে নিয়ে গেলেন পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী এই তারকা।

ঘরের মাঠে রোনালদোর দিনে কাতারের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি ৩-০ গোলে জিতে নিয়েছে পর্তুগাল। দুর্দান্ত খেলেছেন ম্যানইউ তারকা। ম্যাচের ৩৭তম মিনিটে লক্ষ্যভেদ করেন রোনালদো। তার গোলে লিড নিয়েই বিরতিতে যায় পর্তুগাল।

বিরতির পর ২০২২ বিশ্বকাপের স্বাগতিক দেশটির ওপর আরো চড়াও হয় পর্তুগাল। ৪৮তম মিনিটে গোল করে পর্তুগালকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন জোস ফন্তে। ম্যাচের ৯০তম মিনিটে গোল করেন আন্দ্রে সিলভা। ফলে ৩-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল।