উয়েফা চ্যাম্পিয়নস লিগে ‘এ’ গ্রুপে ম্যাচে মঙ্গলবার দিবাগত রাত ১টায় জার্মান ক্লাব লিপজিগের মুখোমুখি হবে ফরাসি জায়ান্ট পিএসজি। গত দলবদলে মেসি, হাকিমি, ভাইনাল্ডাম, রামোসদের দলে ভেড়ানো পিএসজি চ্যাম্পিয়নস লিগ জয়ের মিশনে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বেলজিয়ান ক্লাব ব্রুজের সাথে হোঁচট খেলেও দ্বিতীয় ম্যাচে ২-০ গোলে হারায় ইংলিশ লিগের চ্যাম্পিয়ন দল ম্যানচেস্টার সিটিকে।
সম্প্রতি লিগ ওয়ানে অঁজির বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নেওয়া পিএসজি নিজেদের ঘরের মাঠে রাতে আতিথ্য দিবে লিপজিগকে। গ্রুপ পর্বের দুই ম্যাচে এক ড্র ও এক হারে ক্লাব ব্রুজের সমান ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে ফরাসি এই ক্লাবটি। লিপজিগের বিপক্ষে ম্যাচে ইনজুরির কারণে খেলতে পারবেন না দলটির ব্রাজিলীয় তারকা নেইমার জুনিয়র।
চ্যাম্পিয়নস লিগে লিপজিগের পয়েন্ট এখনো শূন্য। প্রথম ম্যাচে ম্যানচেস্টার সিটির জালে ৩ গোল দিলেও হজম করে ছয় গোল। দ্বিতীয় ম্যাচে ক্লাব ব্রুজের বিপক্ষেও হারে ২-১ গোলে দলটি।