মুহাম্মদ নাজমুল ইসলাম চৌদ্দগ্রাম প্রতিনিধি ।

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে আজ ১৯ অক্টোবর, ২০২১ ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা’ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।এ কর্মসূচির আওতায় বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠন সমূহ দেশের সকল জেলা, মহানগর ও উপজেলায় ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের মূর্তি ভাঙচুর, বাড়িঘড়ে অগ্নিসংযোগ ও হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আজ ১৯ শে অক্টোবর মঙ্গল বার সকালে শান্তি শোভাযাত্রা’অনুষ্ঠিত হয়।

আজকে কেন্দ্রীয় আওয়ামী লীগের কর্ম সূচীর অংশ হিসেবে চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ চৌদ্দগ্রাম এর সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ হাজার হাজার চৌদ্দগ্রাম বাসী শান্তির শোভাযাত্রায় যোগ দেন। সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রামের সাবেক রেলপথ মন্ত্রী জনাব মোঃ মুজিবুল হক মুজিব এমপি আরো উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আব্দুস ছোবহান ভূঁইয়া, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র জি. এম. মীর হোসেন মীরু,চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব অধ্যক্ষ রহমতুল্লাহ বাবুল সহ জেলা নেতৃবৃন্দ,উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ সহ চৌদ্দগ্রাম আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি কঠোর হুশিয়ারী দিয়ে বলেন, চৌদ্দগ্রামে কোন সাম্প্রদায়িকতার স্হান নেই।

এখানে হিন্দু মুসলিম খৃষ্টান সবাই ভাই ভাই। সকল ধরনের কূটকৌশল ও সাম্প্রদায়িক দাঙ্গা-হাঙ্গামা রুখতে সকল নেতা-কর্মীকে নির্দেশ প্রদান করেন। সকল অপশক্তির বিরুদ্ধে চৌদ্দগ্রামের সকল জনগণকে এক হতে নির্দেশ দেন।