লক্ষ্মীপুরের রায়পুরে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই সদস্য (মেম্বার) প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। তাঁদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

গতকাল বুধবার (১৭ নভেম্বর) রাত সড়ে ৮টার দিকে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী আবদুর রব (মোরগ) ও মাইন উদ্দিনের (টিউবওয়েল) সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র  জানায়, প্রচারণার অংশ হিসেবে সমর্থকদের নিয়ে মিছিল বের করেন দুই প্রার্থী। একপর্যায়ে মিছিল দুটি  মুখোমুখি হলে প্রথমে বাগবিতণ্ডা হয়। পরে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। তবে এ সময় প্রার্থী আবদুর রব ও মাইন উদ্দিন উপস্থিত থাকলেও তাঁদের কোনো ক্ষতি হয়নি।

এ ঘটনার জন্য দুই মেম্বার প্রার্থী পরস্পরকে দায়ী করেছেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ তৎপর রয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি  ব্যবস্থা নেওয়া হবে।’