ভারতের সমর্থকদের হয়তো এখন মনে হচ্ছে, জয়পুর যদি শারজা, দুবাই কিংবা আবুধাবি হতো!
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ব্যাটিং সেভাবে আলো ছড়াতে পারেনি—গ্রুপ পর্বেই বিদায় নিয়েছে ভারত। বিশ্বকাপের পরপরই দল অনেক বদলে গেছে। কোচের চেয়ারে রবি শাস্ত্রীর বদলে এসেছেন রাহুল দ্রাবিড়। টি-টোয়েন্টি দলের অধিনায়কত্বে বিরাট কোহলির বদলে রোহিত শর্মা।
এই দল নিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার তিন দিন পরই আজ মাঠে নেমে গেছে ভারত। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার ক্ষোভ-হতাশা-রাগ তো ছিল। সেসবের ঝালই যেন আজ নিউজিল্যান্ডের ওপর মেটাল ভারত।
জয়পুরে আজ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে রোহিত-রাহুলের শুরুর ম্যাচটাতে আগ্রাসী ক্রিকেট খেলে ভারত জিতে গেছে ৫ উইকেটে। নিউজিল্যান্ডের ১৬৫ রান পেরোতে শেষ ওভারের চতুর্থ বল পর্যন্ত যেতে হয়েছে ভারতকে, তবে ভারতের জয় নিয়ে শঙ্কা সম্ভবত আরও ১২-১৫ ওভার আগ থেকেই ছিল না।
জয়ে সবচেয়ে বড় অবদান অধিনায়ক রোহিত আর তিনে নামা সূর্যকুমার যাদবের। রোহিত অর্ধশতকের দুই রান আগে আউট হলেও সূর্যকুমার ফিফটি নিয়েই ফিরেছেন।
একটা টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হলো, আরেকটা টি-টোয়েন্টি বিশ্বকাপ আসছে মাস দশেক পরই। এর মধ্যে বিশ্বকাপের তিন দিনের মধ্যেই এমন একটা টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের প্রয়োজনীয়তা-উদ্দেশ্য নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। উঠছেও। তার মধ্যে এই সিরিজে ভারতের দলে নেই বিরাট কোহলি, নিউজিল্যান্ডে নেই কেইন উইলিয়ামসন।
কিন্তু ভারতের ক্রিকেটে এই ম্যাচটা হয়ে থাকতে পারে একটা নতুন যুগের শুরু হিসেবেই! কোচ হিসেবে দ্রাবিড়ের শুরু, ওদিকে টি-টোয়েন্টি থেকে ওয়ানডে অধিনায়কও রোহিত হয়ে যেতে পারেন বলে গুঞ্জন। সেই দুজনের শুরুতে আজ ভারত জিতল কী অনায়াসে!
কুয়াশার ব্যাপার জড়িত বলে টস জেতাই এখন ক্রিকেট ম্যাচের অনেকটা ভাগ্য গড়ে দেয়। টি-টোয়েন্টি বিশ্বকাপে এ নিয়ে অনেক আলোচনা হয়েছে। আজও হয়তো টস জেতাই ভারতের জয়ের রাস্তাটা এত সহজ করে দিয়েছে! টস জিতে আগে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় ভারত, যাতে পরে নিউজিল্যান্ডের বোলিংয়ের সময় কুয়াশার মধ্যে ভারতের ব্যাটিংয়ের সুবিধা হয়। তা-ই হয়েছে।
নিউজিল্যান্ডের ১৬৫ রানের জবাবে শুরু থেকেই দারুণ দাপুটে ব্যাটিং করতে শুরু করেন ভারতের দুই উদ্বোধনী ব্যাটসম্যান রোহিত শর্মা ও লোকেশ রাহুল। মূলত রোহিতই যা করার করছিলেন! এমনই দাপট ছিল তাঁর যে, ৫ ওভারেই ৫০ রান পেরিয়ে যায় ভারত।
কিন্তু ষষ্ঠ ওভারের প্রথম বলেই ‘রোহিত’ হওয়ার চেষ্টায় আউট রাহুল। মিচেল স্যান্টনারের বলে উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়লেন ডিপ মিড উইকেটে। ১৪ বলে ১৫ রান করে ফিরেছেন তিনি।
এরপর তিনে নামা সূর্যকুমারকে পেয়ে আরও যেন দাপুটে হয়ে ওঠেন রোহিত। দুজন মিলে বলতে গেলে স্টিমরোলার চালিয়েছেন নিউজিল্যান্ডের বোলারদের ওপর। নিউজিল্যান্ডের ফিল্ডিংও আজ মোটেও নিউজিল্যান্ডের মতো ছিল না। ১৪তম ওভারের দ্বিতীয় বলে রোহিত যখন আউট হচ্ছেন, দলের রান ততক্ষণেই হয়ে গেছে ২ উইকেটে ১০৯। রোহিতের ৪৮ রানের ইনিংস এসেছে ৩৬ বলে, ৫ চার ও ২ ছক্কায়।
রোহিত ফিরলেও নিউজিল্যান্ডের মুক্তি ছিল না। সূর্যকুমার তো ছিলেন! শেষ পর্যন্ত বোল্টের বলে বোল্ড হয়েছেন ৪০ বলে ৬২ রান করে, তাঁর ইনিংসে চার ৬টি, ছক্কা ৩টি। ১৭তম ওভারে সূর্যকুমার যখন আউট হচ্ছেন, তখন ভারতের আর ২০ বলে ২১ রান দরকার।
এই ম্যাচ যে শেষ পর্যন্ত শেষ ওভারে গেছে, ভারতের আরও দুটি উইকেট পড়েছে, সেটি নিশ্চিত নোটখাতায় টুকে নিয়েছেন দ্রাবিড়।
এর আগে নিউজিল্যান্ডের ব্যাটিংয়েও যা করার করেছেন উদ্বোধনী ব্যাটসম্যান মার্টিন গাপটিল ও তিনে নামা মার্ক চ্যাপম্যান। ১ রানেই উদ্বোধনী ব্যাটসম্যান ড্যারিল মিচেলকে হারানো নিউজিল্যান্ডকে দারুণভাবে এগিয়ে নেন উদ্বোধনী ব্যাটসম্যান গাপটিল ও তিনে নামা চ্যাপম্যান।
শুরুতে চ্যাপম্যানই বেশি বল খেলছিলেন, ৪৫ বলে তাঁর অর্ধশতক পূরণ হওয়ার সময়ও গাপটিলের রান ছিল ২৫ বলে ৩৫। সেটিও অষ্টম ওভারের শেষ দুই বলে একটি করে চার-ছক্কা মারায়!
১৪তম ওভারে দলকে ১১০ রানে রেখে চ্যাপম্যান ফিরলেন ব্যক্তিগত ৬৩ রানে, গাপটিল তখন শুরু করলেন আক্রমণ। ৩১ বলে এল অর্ধশতক, ১৮তম ওভারে দলকে ১৫০ রানে রেখে আউট হলেন ৪২ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৭০ রান করে।