জেলা প্রতিনিধি (পিরোজপুর)

আজ ১৭ অক্টোবর রোজ সোমবার দ্বিতীয় জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকল ভোটকেন্দ্রে সকাল ৯টায় ইভএমএ ভোট গ্রহন শুরু হয়ে দুপুর ২টায় শেষ হয়। সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
উক্ত নির্বাচনে পিরোজপুর জেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মহারাজ দলীয় নমিনেশন এর উপর সম্মান রেখে গত ২৫ সেপ্টেম্বর তার প্রার্থীতা পদ প্রত্যাহার করায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সালমা রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

অদ্যকাল নির্বাচনে ওয়ার্ড নং ১ (নাজিরপুর) সাধারন সদস্য পুরুষ পদে নির্বাচিত হয়েছে সুলতান মাহমুদ খান,
ওয়ার্ড নং ২ ( স্বরুপকাঠী) সাধারন সদস্য পুরুষ পদে নির্বাচিত হয়েছে জাকারিয়া খান স্বপন,
ওয়ার্ড নং ৩ (পিরোজপর সদর) সাধারন সদস্য পুরুষ পদে নির্বাচিত হয়েছে মো ওসমান সিকদার
ওয়ার্ড নং ৪(ইন্দুরকানী) সাধারন সদস্য পুরুষ পদে নির্বাচিত হয়েছে মো মনিরুজ্জামান সেলিম,
ওয়ার্ড নং ৫ (কাউখালী) সাধারন সদস্য পুরুষ পদে নির্বাচিত হয়েছে মো মহিদুল ইসলাম,
ওয়ার্ড নং ৬ (ভাণ্ডারিয়া) সাধারন সদস্য পুরুষ পদে নির্বাচিত হয়েছে মো লিয়াকত হোসেন তালুকদার,
ওয়ার্ড নং ৭ ( মঠবাড়ীয়া) সাধারন সদস্য পুরুষ পদে নির্বাচিত হয়েছে অধ্যক্ষ মো আজীম উল হক।
সংরক্ষিত আসন নং ১ (নাজিরপুর-স্বরুপকাঠী) মহিলা পদে নির্বাচিত হয়েছে জেসমিন আক্তার ময়না,
সংরক্ষিত আসন নং ২ (পিরোজপুর সদর- কাউখালী – ইন্দুরকানী) মহিলা পদে নির্বাচিত হয়েছে মোসাঃ রোজিনা বেগম,
সংরক্ষিত আসন নং ৩ (ভাণ্ডারিয়া – মঠবাড়ীয়া) মহিলা পদে নির্বাচিত হয়েছে মিসেস রোকেয়া বেগম।