নিউজ ডেক্স
ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় বলেছেন, ছাত্রলীগের কমিটি দেওয়ার নামে বিভিন্ন সময়ে তাদের বিরুদ্ধে যে পদ বাণিজ্যের অভিযোগে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি বলেন, আমরা কোনো ইউনিটে কখনও পদ বাণিজ্য করি নাই। পদ বাণিজ্যের মাধ্যমে নেতৃত্বে আসলে শাস্তি মাথা পেতে নেব।’
সোমবার (২১ নভেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে ৩০তম জাতীয় সম্মেলনের আয়োজন ও প্রস্তুতি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘প্রত্যেক ইউনিটে চার থেকে পাঁচটি গ্রুপ থাকে। দুই জন ছাড়া বাকিরা হতে না পারলে এ ধরনের কথা ছড়ায়। পদ বাণিজ্যের কোনো সুযোগ নেই। জাহাঙ্গীর কবির নানক যে বাণিজ্যের অভিযোগ এনেছেন সেটিও মিথ্যা।
’ দেশ রূপান্তরের সাংবাদিক পাভেল হায়দার চৌধুরীর বিরুদ্ধে মামলা করার বিষয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, ‘তার সংবাদের তথ্য বানোয়াট। সেখানে আইন লঙ্ঘনের অপরাধ করেছে। তারা আইনি নোটিশের উত্তর না দেওয়ায় মামলা হয়েছে। এখন পর্যন্ত তারা প্রমাণ করতে পারেনি।
কেন্দ্রীয় নেতাদের নিয়ে সাধারণ সভা না করার অভিযোগ রয়েছে। এর জবাবে লেখক বলেন, ‘নির্বাহী সংসদের কেউ সাধারণ সম্পাদক বরাবর রিকুইজিশন চিঠি দিলে সভাপতির সাথে আলোচনা করে সাধারণ সভা করতে আমরা বাধ্য। সাধারণ সভা করতে কেউই কখনও আমাকে চিঠি দেয়নি।’