প্রথম লেগে নিজেদের মাঠে ১-০ গোলে হেরেছিল তারা। গত ফেব্রুয়ারিতে লিলের বিপক্ষে ৪-৩ গোলে জেতা রোমাঞ্চকর ম্যাচে অ্যাঙ্কেলে চোট পান নেইমার। ওই চোটের কারণে গত সপ্তাহে মার্সেইয়ের বিপক্ষে দলের ৩-০ ব্যবধানে জয়ের ম্যাচেও খেলতে পারেননি ৩১ বছর বয়সি এই ফরোয়ার্ড।
গালতিয়ে বলেন, সে দলের বাইরে থাকবে। আমি মনে করি, বায়ার্নের বিপক্ষের ম্যাচটি সে খেলতে পারবে না। নেইমারের অনুপস্থিতি আমাদের জন্য বড় ধাক্কা। আমাদের আক্রমণভাগ বেশ মজবুত এবং গভীর। নেইমারের অনুপস্থিতির কারণে দুইজন মিডফিল্ডারের বদলে আমরা তিনজন মিডফিল্ডার এবং দুজন ফরোয়ার্ড নিয়ে যাব। বলতে চাচ্ছি, নেইমারের অনুপস্থিতি আমাদের জন্য মোটেও হালকা বিষয় নয়, বড় ক্ষতির।